ভাইরাল ভিডিও

‘শরীরটা খারাপ করছে’ নুসরাতের মহানায়ক সম্মান পাওয়ায় ট্রোল করে লিখলেন স্যান্ডি সাহা!

যে কোনো সম্মান বা পুরস্কার সব সময় গৌরবের হয়। কারণ একটি সম্মান কোন শিল্পীকে সম্মানিত করবার জন্য হয়ে থাকে আবার কখনো কখনো একটি সম্মান প্রদান করা নিয়ে নানান রকম মতপার্থক্য বা মতবিরোধ লেগে থাকে। আসলে একটি সম্মান যাকে প্রদান করা হয়, অন্য কেউ হয়তো মনে করেন তিনি যোগ্য নন সেই নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই চলচ্চিত্রের বিভিন্ন শিল্পীদের সম্মানিত করা শুরু হয়েছে।

২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গ সম্মান প্রদান করা শুরু করেছেন। ‌ একই সাথে তারা মহানায়ক সম্মান ও প্রদান করেন। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে এই সম্মান প্রদান করা হয় চলচ্চিত্র জগতের কৃতি শিল্পীদের। ২০১২ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই মহানায়ক সম্মান প্রদান করা শুরু হয়েছে। গত ২৪ শে জুলাই উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে গত ২৫ শে জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে টলিউডের কৃতি শিল্পীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

এই দিন মহানায়ক সম্মান প্রদান করা হয় টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে। অভিনয় জগতের তারকা হওয়ার পাশাপাশি এই দুইজন মানুষই তৃণমূল সরকারের সঙ্গে যুক্ত। তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ও তারকা রাজনীতিক সোহম চক্রবর্তীকে পুরস্কৃত করবার পর থেকে নানান রকম trolling শুরু হতে থাকে অনেকেই বলতে থাকেন যে এই পুরস্কার পাওয়ার তারা যোগ্য নন। শুধুমাত্র দলের সদস্য বলেই তাদেরকে এইভাবে সম্মানিত করা হয়েছে। সম্প্রতি নুসরতের মহানায়ক সম্মান পাওয়া নিয়ে ট্রোলিং শুরু করলেন স্যান্ডি সাহা। একটি টলিউডের চ্যানেল থেকে যখন লেখা হয় যে নুসরত জাহান মহানায়ক সম্মান পেলেন,তখন স্যান্ডি সাহা সেই লেখার নীচে কমেন্ট বক্সে লেখেন, শরীরটা খারাপ করছে।

Related Articles

Back to top button