ভাইরাল ভিডিও

‘আপনি অরিজিৎ সিং, কুমার শানু হতে পারেননি, আপনার দোষ’! রূপঙ্করকে তুমুল ট্রোল করলেন স্যান্ডি সাহা

কলকাতায় এসে ‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ খ্যাত গায়ক কে কে মৃত্যু বরণ করবার পর এক শ্রেণীর মানুষের রোষ তৈরি হয়ে গিয়েছে গায়ক রূপঙ্কর বাগচীর ওপর। কারণ? তিনি কেকের লাইভ কনসার্ট দেখে বলেছিলেন, ‘আপনারা মুম্বাইকে নিয়ে এত মাতামাতি করছেন বাংলার শিল্পীদের নিয়ে সেই উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো?’ তার এই বক্তব্য বলার কিছুক্ষণ পর‌ই জানা যায় নজরুল মঞ্চ একটি গান গেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কে কে এবং হাসপাতালে নিয়ে গেলে ও তাকে বাঁচানো যায়নি! রূপঙ্করের এই কথা এবং কাকতালীয় ভাবে কে কে-র মৃত্যুর পর কে কে ভক্তরা রূপঙ্করকেই কে কে র মৃত্যুর জন্য দায়ী করতে শুরু করেন! শুধু তাই নয় রূপঙ্করের মেসেজে রীতিমতো হুমকি বার্তাও আসতে শুরু করে, যা দেখে রূপঙ্করের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন: ‘নিম্ন মানসিকতার জন্য জাতীয় পুরস্কার পাবেন রূপঙ্কর বাগচী, আপনি শিল্পী ও বাঙালি দুইয়ের লজ্জা!’ রূপঙ্করের মন্তব্য নিয়ে প্রকাশ্যে নিন্দা করলেন মৌপ্রিয়া নন্দী

সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ট্রোলড করা হয়েছে রূপঙ্করকে। এইবার রূপঙ্করের লাইভ ভিডিও ট্রোলড করলেন স্যান্ডি সাহা। রূপঙ্কর তার লাইভ কনসার্টে বলেছিলেন,“ আপনারা কে কে-কে নিয়ে এত উত্তেজিত! আমাদের নিয়ে আপনারা এত উত্তেজিত বোধ করেন না! কেন বলুন তো?” এর উত্তরে স্যান্ডি সাহা বলেন যে,“আপনার লাইভ শুনতে আমি গিয়েছিলাম বিশ্বাস করুন। গিয়ে শুনলাম আপনি ‘মিও আমোরে’ কেক প্যাটিস গাইছেন! খোলা মঞ্চে মিও আমোরে কেক প্যাটিস গাইলে উত্তেজনা কীভাবে আসবে বলুন তো?”

রূপঙ্কর বাগচী কেকে-র মৃত্যুর আগেই বলেছিলেন,‘Who is kk?’আর তার মৃত্যুর পর তাঁর মৃত্যুতে শোকাহত হ‌ওয়ার কথা জানিয়েছেন, যা দেখে তাকে গিরগিটি বলেছেন স্যান্ডি সাহা। স্যান্ডি সাহা আরো বক্তব্য,“ আপনি কোন দুনিয়ায় আছেন আমি জানি না। আপনি কখনো অনুপম রায়ের কোন কনসার্টে গিয়েছেন? কখন গিয়েছেন ফসিলের কোন শোতে?” এ ছাড়াও স্যান্ডি সাহা আরো বলেছেন যে,“শ্রেয়া ঘোষাল, অরিজিত সিং, কুমার শানু প্রত্যেকেই বাঙালি এবং প্রত্যেককে নিয়েই মুম্বাই থেকে কলকাতা প্রত্যেকেই আবেগে ভাসেন। আপনি সেই লেভেলে যেতে পারেননি, এটা আপনার দোষ।”

আরও পড়ুন: ‘কেকে ওরা প্রচুর পারিশ্রমিক পায়, অভিমান আছে, থাকবে আর থাকা টাই স্বাভাবিক’! আমি নচিকেতা রূপঙ্করের পাশে আছি, জোর গলায় বললেন নচিকেতা

প্রসঙ্গত উল্লেখ্য, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইতিমধ্যে ট্রোলারদের অনুরোধ করেছেন যে, আপনারা ট্রোলিং বন্ধ করুন। এরপর রূপঙ্কর তার কোন ক্ষতি হলে নিজেদের ক্ষমা করতে পারবেন তো? প্রতিবাদী এই অভিনেত্রী বলেছেন যে, ট্রোলিংয়ের ফলে একজন মানুষের ভীষণ ক্ষতি হয় তাই কে কের মৃত্যুর জন্য রূপঙ্করদাকে দায়ী না করে আসল কারণ গুলো পারলে খুঁজে বার করুন।

Related Articles

Back to top button