ভাইরাল ভিডিও

হাতে কোনো ছবি নেই, তাই শেষ পর্যন্ত রাস্তায় নেমে সেলফি তুলে টাকা রোজগার সারা আলি খানের! ভাইরাল হলো ভিডিও

সাইফ আলি খানের প্রথম পক্ষের কন্যা সারা আলি খানও বলিউড জগতে একটি জনপ্রিয় নাম। অভিনেত্রী হিসেবে খুব একটা বেশি ছবি তাঁর ঝুলিতে না থাকলেও বেশ নাম করে নিয়েছেন অভিনেত্রী। খুব কম সময়ের মধ্যে কম ছবি করে সারা নিজেকে বলিপাড়ার প্রথমের দিকের অভিনেত্রীদের তালিকায় ঢুকিয়ে নিয়েছেন ইতিমধ্যেই। জনপ্রিয়তা আরও স্পষ্ট নিদর্শন দেখা যাবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া দেখলে। সেখানে সারার প্রায় ৪ কোটি ফলোয়ার রয়েছে। এর থেকেই স্পষ্ট হয় সবার কাছে কতোটা পরিচিত হয়ে উঠেছেন সারা। কিন্তু এত জনপ্রিয়তা এত ফলোয়ার হওয়া সত্বেও অভিনেত্রীকে শেষ পর্যন্ত রাস্তায় নামতে হলো টাকার জন্য!

আরও পড়ুন: মালা বদলের সময় সমরেশ কে ঠেলা মেরে সরিয়ে দিয়ে বুবাইয়ের সাথে বিয়ে হয়ে গেলো দেবীণার! লীনা গঙ্গোপাধ্যায়ের ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে নতুন টুইস্ট

এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে এমনই দৃশ্য। রাস্তায় নেমে টাকা চাইছেন সারা আলি খান। সাথে রয়েছে কমেডি কুইন ভারতী সিং , দুজনে একসাথে রাস্তায় নেমে টাকা চাইতে ব্যস্ত লোকজনের থেকে। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য মানুষজন খুঁজে চলেছেন। কিন্তু এমনি এমনি কেউ সেলফি তুলতে পাবেন না তার বিনিময়ে অভিনেত্রীকে দিতে হবে টাকা।

রাস্তার লোকেদের জিজ্ঞাসা করে চলেছেন, সেলফি তুলবেন? তারপরেই প্রশ্ন , কত টাকা দিতে পারবেন? দুজন ছেলে প্রথমে ভিডিওর হাজির হয়েছিলেন সেলফি তুলতে। তারা ফটো তোলার জন্য ২৫০ টাকা করে দিতে চাইলেও অন্যদিকে অভিনেত্রী ৫০০ টাকা দাবি করেন। তারপর আবার এক অটো চালককে সেলফি তোলার জন্য টাকা চাইলে তিনি অভিনেত্রীকে বলেন, টাকা তো আপনি দিতে পারবেন আমায়।

আরও পড়ুন: জন্ম না দিয়েও মা! ৫ মাসে মাতৃহারা পরাণকে স্তন্যপান করিয়ে বড় করেন পিসি!

অবাক হচ্ছেন তো? তবে এসব কিছুই মিথ্যে নয় কিন্তু এর পেছনে রয়েছে অন্য এই রহস্য লুকিয়ে। ‘দ্য খাতরা খাতরা শো’ তে অংশ গ্রহণ করেছেন সারা আলি খান। শোতে ফারাহ খান সারা কে এমনই একটি কাজ করতে দিয়েছেন যেখানে তাঁকে সেলফি বেচে, তো কখনো গান গেয়ে তো কখনো অটোগ্রাফ বেচে টাকা তুলতে হবে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে রীতিমতো। ভিডিও দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। একেবারে সবাইকে হাসিয়ে ছেড়েছে অভিনেত্রীর এই মজার ভিডিও। ‘গ্যাসলাইট’ ও অন্যটি ‘লুক্কা চুপি ২’দুটি ছবিতে ইতিমধ্যেই সাইন করে ফেলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by @mixxsongss (@mixxsongss)

Related Articles

Back to top button