ভাইরাল ভিডিও

বাবা ডেলিভারি বয়, মেয়ে প্রকাশ্যে রাস্তায় সংবাদমাধ্যমের সামনে গান গেয়ে সকলের মন জয় করলেন খুদে কন্যা, ভাইরাল সেই ভিডিও

বাংলার বুকে সবথেকে বড়ো গানের জগতে রিয়েলিটি শো যার অডিশন চলছে সমস্ত জেলাতেই। প্রত্যেকটি জেলা থেকে প্রতিভা দের খুঁজে বের করে করে প্রতিযোগী নির্বাচনের পর্ব শুরু হয়েছে। এরই ফাঁকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে অনেকেই পৌঁছে গিয়েছেন অডিশনে আসা প্রতিযোগীদের সাথে কথা বলা এবং দর্শকের কাছাকাছি তাদের পৌঁছে দেওয়ার জন্য। সংবাদমাধ্যমের সাহায্যেই বহু কিছু ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবারেও তার ব্যতিক্রম হলো না। এক খুদে শিল্পী যে এসেছে আসাম থেকে অডিশনের জন্য জানিয়েছে এই সম্পর্কে। খুদে এই শিল্পীর কিন্তু প্রথম প্রশিক্ষণ শুরু হয়েছে তার মায়ের থেকে।

আরও পড়ুন: সুপার মাদার শ্রেয়া! গানের স্টুডিওতে গান করতে এসে ঘুরিয়ে ঘুরিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলেন!

শিল্পীর শিল্পসত্তা যে আটকে থাকেনা ঠিক প্রকাশিত হয় এই খুদে শিল্পীই তার একমাত্র প্রমাণ। আসামের ওই ছোট মেয়েটি এসেছিল সারেগামাপা বাংলা ২০২২’ প্রতিযোগিতায় অডিশন দেওয়ার উদ্যেশ্যে। সংবাদের সামনে কোনো মিউজিক ছাড়াই এভাবে গান গাওয়া মুগ্ধ করেছে সবাইকে। এমন সুন্দর গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এত ছোট বয়সে গলায় এত অসাধারণ সুর। তবে আসাম রাজ্য থেকে আরও অনেক প্রতিযোগী এসেছিল অডিশন দেওয়ার উদ্যেশ্যে। কিন্তু তার মধ্যে মাত্র দুজন প্রতিযোগী মিডিয়ার সামনে গান শুনিয়েছে।

মেয়েটিকে দেখে বেশ বোঝা যাচ্ছে, তার বাড়ির অবস্থা খুব খারাপ না হলেও খুব ভালো পরিস্থিতিও নয়। কিন্তু তারপরেও মেয়ের স্বপ্নপূরণ করতে মা বাড়িতে রেখেছে মেয়ের জন্য গানের শিক্ষক। মেয়েটি জানিয়েছে, তার মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী, এবং বাবা একজন ডেলিভারি বয়। দাদু এবং মায়ের থেকে মেয়েটি প্রথম গানের শিক্ষা শুরু করেছে। ছোট্ট মেয়েটি ‘রাধা তুমি সবেতেই আছো’ গানটি গাইতে শুরু করলে সমস্ত লোকের সামনে। গানটি খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই এককথায় প্রশংসা করেছে ছোট মেয়েটির গানের।

আরও পড়ুন: ‘আমি যখন আয়নার দিকে তাকাই তখন একজন মাকে দেখতে পাই ‘ – মাতৃদিবসে মাতৃত্বের অনাবিল আনন্দ নিয়ে কথা বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

এত অল্প বয়সে যার গলায় এত সুর থাকতে পারে সেই মেয়ে বড়ো হয়ে সঠিক প্রশিক্ষণে যে একজন বড়ো গায়িকা হয়ে উঠতে পারেন সেকথা ভালো ভাবেই ভিডিও দেখে বোঝা গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে মেয়েটি গান গাওয়ার সময় একবাক্যে সবাই প্রশংসা করেছে মেয়েটির। ছোট থেকে সেভাবে কোনো প্রশিক্ষণ ছাড়াই এতটা দক্ষ হয়ে উঠেছে গানের ক্ষেত্রে।

Related Articles

Back to top button