ভাইরাল ভিডিও

মুম্বাই বিমানবন্দরে এক গরিব অনুরাগী হাত ধরে টেনে সেলফি তোলার চেষ্টা করলে মেজাজ হারান কিং খান, বাবার রাগকে সামাল দেন ছেলে আরিয়ান

বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খানের ভক্তের সংখ্যা গোটা দেশের জনসংখ্যার প্রায় কাছাকাছি। তার সাথে সাধারণ মানুষ সেলফি তুলতে চাইবেন এটা খুবই স্বাভাবিক। আর জনমানষে অভিনেতার প্রশংসা আছে যে তিনি অনুরাগীদের সাথে খুবই ভালো ব্যবহার করেন। কিন্তু হঠাৎই দেখা গেল এক অন্যরকম ঘটনা। অভিনেতার এক অনুরাগী হাত ধরে সেলফি তুলতে চাইলে ছিটকে হাত সরিয়ে দেন তিনি।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খানকে দেখা গেল তার জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান এবং কনিষ্ঠ পুত্র আব্রাম খানের সাথে। কিন্তু এখানেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। যে কিং খান অনুরাগীদের সাথে খুবই অমায়িক ব্যবহার করেন তিনি মুম্বাই বিমানবন্দরে অত লোকের সামনে মেজাজ হারালেন এক অনুরাগীর উপর। আসলে অনুরাগী সেলফি তোলার নেশায় কিং খানের হাত ধরে টেনে সেলফি তুলতে যান আর তাতেই রেগে ওঠেন অভিনেতা। হয়তো সেই অনুরাগীকে কিছু বলতেও গেছিলেন শাহরুখ। কিন্তু ঠিক সেই সময় আরিয়ান খান চলে আসেন তার বাবার কাছে এবং বাবার রাগকে কন্ট্রোল করে সরিয়ে নিয়ে যান। বাবা ও ছেলের এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু অনুরাগীদের মধ্যে প্রশ্ন যে যার এত সুনাম অনুরাগীদের সাথে সু ব্যবহার করায় সে এরকম বদ মেজাজ দেখালেন অনুরাগীকে! তবে বিগত বেশ কয়েকদিন ধরে আরিয়ান খানের জেলে যাওয়া থেকে শুরু করে আরো নানাবিধ ঘটনায় জর্জরিত ছিলেন অভিনেতা। ওই ঘটনার পর থেকে ছেলেমেয়েদের নিরাপত্তা সম্পর্কে তিনি আরো অনেক বেশি সতর্ক হয়ে পড়েন। জানা গিয়েছে সাথে ছোট ছেলে আব্রাহাম ছিল বলেই হয়তো কড়া নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছিল। আর হয়তো সেই কারণেই মেজাজ হারান কিং খান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Related Articles

Back to top button