পার্থ অর্পিতা আসতেই ফিকে হয়ে যায়নি শোভন-বৈশাখীর প্রেম, আবারও নিজেদের রোমান্টিক নাচের ভিডিও বানিয়ে তা প্রমাণ করে দিলেন দুজন

রাজনীতি তো নয় যেন একটা রঙ্গমঞ্চ। কখনো ভাইরাল হচ্ছে পার্থ অর্পিতা, আবার কখনো ভাইরাল হচ্ছেন শোভন বৈশাখী। শেষ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার হদিস এখনো পাইনি ED। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জোর তদন্ত। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই পার্থ অর্পিতা কে নিয়ে চর্চা হোক এই কথাটা একেবারেই মেনে নিতে পারছেন না শোভন বৈশাখী। তাই তড়িঘড়ি করে আবারো নিজেদের নাচের ভিডিওর মাধ্যমে ভাইরাল হলেন দুজন।
এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ অর্পিতার নাম সামনে আসার পর থেকেই সকলেই বলছে বৈশাখী শোভন এখন অতীত বর্তমান সময় জুড়ে শুধুই পার্থ অর্পিতা। তবে নেটিজেনদের এই কথা ভুল প্রমাণ করে আবারও নেচে রাতারাতি ভাইরাল হলেন শোভন বৈশাখী। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন মিম এর ছড়াছড়ি। অনেকেই বলছেন শোভনের যেমন আছেন বৈশাখী, তেমনি পার্থর আছে অর্পিতা। এই কথা কানে আসা মাত্রই বৈশাখী প্রতিবাদ করে ওঠেন। তিনি জানান পার্থ অর্পিতার মতো তিনি শোভন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তাই এই প্রসঙ্গে পার্থ অর্পিতা সঙ্গে তাদের তুলনা না করাই ভালো। এমনকি যারা এই সমস্ত কথা বলবে তাদেরকে জেলে নিয়ে যাবার ভয়ও দেখিয়েছেন বৈশাখী।
তবে এই হাজারটা বিতর্কের মাঝে আবারো নজর কাটলো শোভন বৈশাখীর নতুন নাচের ভিডিও। হিন্দি গানের তালে রোমান্টিক ভাবে নাচ করে আবারও সোশ্যাল মিডিয়ার ভাইরাল শোভন বৈশাখী। ভিডিওতে ‘চুপকে সে কই আয়েগা’ গানে নাচতে দেখা যাচ্ছে দুজনকে। বর্তমানে ইউটিউব এবং ফেসবুক জুড়ে শুধুই শোভন বৈশাখীর এই ভাইরাল নাচের ভিডিও। যখনই শোভন বৈশাখী একসঙ্গে তাদের নাচের ভিডিও বানিয়েছেন তখনই তা খবরের শিরোনামে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। তাই এবারও তার অন্যথা হলো না।