ভাইরাল ভিডিও

শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে ধরা দিলেন গায়িকা ইমন চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা মাত্রই নেটিজেনদের ট্রোলের শিকার হলেন গায়িকা

বর্তমানে ট্রোল একদমই সাধারন বিষয় হয়ে উঠেছে আমাদের সময়। সম্প্রতি ট্রোলের শিকার হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। বাংলা গানের জগতে ইমন চক্রবর্তীর নাম এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির জনপ্রিয় গান ‘তুমি যাকে ভালোবাসো’ গেয়ে মহিলা প্লেব্যাক সিঙ্গারের সেরা পুরস্কার পান ইমন চক্রবর্তী। তারপর থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দিকে দিকে। এরপর একাধিক জনপ্রিয় গানে গলা মিলিয়েছেন গায়িকা।

বর্তমানে সারেগামাপার মঞ্চে গুরু হিসেবে ও দেখা যাচ্ছে তাকে। তাই বর্তমানে তার ক্যারিয়ার সম্পর্কে আর নতুন করে কিছুই বলার নেই। কিন্তু তাও বারবার নেটিজেনেদের কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে গায়িকাকে। তাকে নিয়ে করা হচ্ছে একাধিক ট্রোল। সম্প্রতি আবারো অভিনেত্রীকে নিজের পোশাকের কারণে ট্রল হতে হয়েছে।

গায়িকা ইমন চক্রবর্তীকে আমরা বরাবরই শাড়িতে দেখে এসেছি। ট্রাডিশনাল পোশাকেই সবসময় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন গায়িকা। সম্প্রতি লাসভেগাসে শো করতে গিয়েছেন গায়িকা। আর সেখান থেকেই নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করেন ইমন। ছবিতে ইমনকে সাদা রঙের একটি শর্ট ওয়েস্টার্ন ড্রেসে দেখা গিয়েছে। সঙ্গে পড়েছেন হাই হিল এবং হালকা মেকআপে গায়িকাকে দারুন লাগছিল। কিন্তু ফেসবুকে এই দুটি ছবি আপলোড করা মাত্রই কটাক্ষের শিকার হতে হয়েছে ইমনকে।

ছবি শেয়ার করে গায়িকা ক্যাপশনে লিখেছেন যে ‛লাসভেগাস নাইট বি লাইক’। আর এই ছবি পোস্ট করা মাত্রই নেটিজেনরা একেক জন একেক ধরনের মন্তব্য করেছেন। অনেকেই তাকে এই ওয়েস্টার্ন পোশাকে মেনে নিতে পারেনি। আবার কেউ তার বাঙালিআনাকেও তুলে এনেছেন। সংস্কৃতি ভুলে এই ধরনের ছোট ড্রেসে তিনি নিজেকে কিভাবে দর্শকদের সামনে এনেছেন এই নিয়ে উঠেছে প্রশ্ন।

Related Articles

Back to top button