ভাইরাল ভিডিও

সুপার মাদার শ্রেয়া! গানের স্টুডিওতে গান করতে এসে ঘুরিয়ে ঘুরিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলেন!

যে রাঁধে সে চুল‌ও বাঁধে এই কথাটি জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সম্পর্কেও এক‌ই ভাবে খাটে। সংগীতজগতের একজন সেরা গায়িকা হওয়ার পাশাপাশি তিনি একজন মা। মা হিসেবে সন্তানের প্রতি কর্তব্য পালনে এতটুকুও ত্রুটি করেন না তিনি। সংগীতজগতের এই তারকা সন্তানের প্রতি কখনো কোনো অবহেলা করেন না। দিনের বেশিরভাগ সময় তিনি তার ছেলের সাথে কাটাতে পছন্দ করেন। একমাত্র নিজের কাজ ছাড়া অন্য সময় সন্তানকে কাছ ছাড়া করেন না। বাড়িতে কাজ করার জন্য লোক ঠিক করা থাকলেও ছেলের সমস্ত কিছু নিজে হাতেই করেন শ্রেয়া। বাড়ির বাইরে যাওয়ার সময়‌ও ছেলেকে সাথে নিয়ে যান তিনি। তিনি সত্যিই একজন সুপার মাদার। যিনি‌ একইসাথে নিজের কাজকর্ম এবং কর্তব্যকে পালন করছেন সমানতালে।

আরও পড়ুন: অভিনয়ের প্রশংসা পেলেও যোগ্যতা অনুযায়ী কাজ পান না সন্দীপ্তা! আক্ষেপ প্রকাশ করে কী বললেন অভিনেত্রী?

গতবছর ই শিলাদিত্য শ্রেয়ার ঘরে নতুন সদস্য এসেছে। লকডাউনের মাঝেই জন্ম হয়েছে শ্রেয়া শিলাদিত্যর সন্তান দেবায়নের। জন্মের কয়েক দিন পর নিজেই সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগীদের সাথে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন গায়িকা। লকডাউনে বর শিলাদিত্য ও পুত্র দেবায়নকে নিয়ে ভালোভাবে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। এমনকি লকডাউন পুরোপুরি কেটে যাওয়ার পর আনলক পর্বেও ছেলেকে কাছ ছাড়া করতে নারাজ মা। ছেলেকে সব সময় আগলে রাখেন তিনি।

একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল যে সন্তানের সমস্ত কাজ নিজের হাতে করেন শ্রেয়া। ছেলেকে ঘুম পারান নিজে গান শুনিয়ে। মায়ের গান না শুনলে ছেলের নাকি ঘুমই আসেনা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এই কথার প্রমাণ পাওয়া গেল। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে গানের স্টুডিও তে ছোট্ট ছেলে দেবায়নকে হাতে করে নিয়ে ঘোরাতে ঘোরাতে ঘুম পাড়াচ্ছে শ্রেয়া ঘোষাল। তার চোখে-মুখে ফুটে উঠছে সন্তানের প্রতি স্নেহ ও বাৎসল্য ভাব।

আরও পড়ুন: কমলা অন্তর্বাসে ছবি শেয়ার করতেই ঝড় উঠলো সোশ্যাল মিডিয়া জুড়ে, ‘মুসলিম নামের কলঙ্ক’- বলে কটাক্ষ ধেয়ে এল নুসরতের দিকে!

ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রেয়া কালো টি শার্ট আর জিন্স পরেছেন আর ছেলেকে লাল রঙের টি-শার্ট আর জিন্স পড়িয়েছেন। গায়িকার এই ভিডিওটি দেখার পরে মুগ্ধ হয়ে উঠেছেন তার অনুরাগীরা সত্যি একজন মা তার সন্তানের জন্য কত কিনা করে, তার প্রমাণ এই ভিডিওটি। একজন বিখ্যাত গায়িকা যার কণ্ঠস্বর শুনলে মানুষ আবেগে উচ্ছ্বসিত হয়ে ওঠেন, যার গলার দরদি গান শুনলে মানুষ কেঁদে ওঠেন, তিনি যখন মা হন তখন সমস্ত খ্যাতি সরিয়ে রেখে সন্তানের কাছে সুপার মাদার হয়ে ওঠেন আর তাই হয়তো বলা হয় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মায়ের স্থান স্বর্গের থেকেও উপরে।

Related Articles

Back to top button