দিদি নম্বর ১-এর সেটে রচনার সঙ্গে ‘ঝামেলা’ বাঁধালেন সৌম্য! দিদি নম্বর ১ এর সেটে গিয়ে গায়ক সৌম্য চক্রবর্তী আবার কি ঝামেলা বাঁধালেন রচনা ব্যানার্জির সাথে? ভাইরাল ভিডিও

দিদি নম্বর ১ এর সেটে গিয়ে হঠাৎই ঝামেলা বাধিয়েছেন গায়ক সৌম্য চক্রবর্তী। অন্তত তার সোশ্যাল মিডিয়া পোষ্টের ক্যাপশন থেকে তো তাই জানা যায়। তবে এমনকি ঘটলো যে স্বয়ং দিদি নম্বর ১ রচনা সাথে ঝামেলা বাঁধলো সৌম্যর? চলুন জেনে নিই কি হয়েছিল সেদিন?
জি বাংলা সা রে গা মা পা খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তীকে আমরা সকলেই চিনি। এদিন জি বাংলার আরেক রিয়েলিটি শো দিদি নম্বর ১ এর মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন সৌম্য। দিদি নম্বর ১ এর মঞ্চে নানা খেলার মাঝে ঘটে এক দুষ্টু মিষ্টি ঘটনা। আর সেই ঘটনার জেরেই কথা উঠে ঝামেলার।
আসলে ঐদিন গায়ক সৌম্য দিদি নম্বর ১ এর সেট থেকেই পোস্ট করেছেন এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌম্য একটি গান গেয়েছেন যা তিনি ডেডিকেট করেছেন রচনা ব্যানার্জীকে। গানটির মধ্যে কথায় কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী রচনা কেন এত সুন্দরী? ৪৭ এর কোঠায় দাঁড়িয়েও তার সৌন্দর্য অবাক করা। ভিডিওটির শুরুতে গায়ক বলেন, “আজকে একটা গান এই মানুষটাকে ডেডিকেট করা। আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মানুষটার কোনওদিন বয়স হবে না। ভাবছি সেটা আমিও যদি একটু পাই”।
ভিডিওতে দেখা যাচ্ছে সৌম্য গাইছেন মান্না দের গাওয়া গান “তুমি কেন এত সুন্দরী হলে?” সুন্দর গান নিয়ে আলাদা করে আর কিছু বলার জায়গা থাকে না। গায়কের ব্যক্তিগত জীবন যেমনই হোক না কেন গায়ক যে তার গানের আরাধনা করেন তা বেশ স্পষ্ট সেদিনের মান্না দের গাওয়া গান তার খোলা গলায় শুনে। এই ভিডিও শেয়ার করেই গায়ক ক্যাপশনে লিখেছেন, “ঝামেলা উইথ রচনা ব্যানার্জি”। এদিন সৌম্যর কাছ থেকে এত সুন্দর একটি সারপ্রাইজ পেয়ে হাসিতে ফেটে পড়েন রচনা।
প্রসঙ্গত বর্তমানে দিদি নম্বর ১ এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি, টলিউডের অন্যতম জনপ্রিয় এক অভিনেত্রী। একটা সময় দাপিয়ে কাজ করেছিলেন টলিউডের বড় পর্দা তে। কাজ করেছেন অন্যান্য বহু ভাষাতেও। বড় বড় তাবড় তাবড় অভিনেতাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তার অভিনয়ে জীবনে। এখন জীবনের নানা সংগ্রামের সাথে লড়ে নিজেও হয়ে উঠেছেন দিদি নম্বর ১।