সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গোলুমোলু ফুগলা SVF এর নতুন প্রোজেক্টে কাজ করবে! ভাইরাল হয়ে রাতারাতি খুলে গেল তার ভাগ্য!

একটা সময় মানুষের কাছে মানুষের পারফরম্যান্স পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠানগুলোই ভরসা ছিল। পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে অনুষ্ঠান করে তখন ছোট ছোট শিশুদের নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম করানো হত, সেই সমস্ত প্রোগ্রাম এ কিশোর-কিশোরী, যুবক-যুবতী এবং বড় মানুষ বা প্রবীণ মানুষরাও বিভিন্ন রকম অনুষ্ঠান করতেন। তখন এই ভাবে রাতারাতি বিখ্যাত হওয়া যেত না যতটা বর্তমানে মোবাইল ফোন আসার পর থেকে এবং সোশ্যাল মিডিয়া তৈরি হওয়ার পর থেকে হয়েছে।
বর্তমানে মানুষের হাতে হাতে চলে এসেছে মোবাইল ফোন, একটা ছোট্ট ক্লিকের ওপর মানুষ ভাইরাল হয়ে যাচ্ছেন। নতুনত্ব কোন ঘটনা বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার অপেক্ষা মাত্র, তারপর একসাথে বহু মানুষের কাছে তা পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। সোশ্যাল মিডিয়া এখন একটা বড় প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। ছোট ছোট খুদে খুদে ছেলেমেয়েরা নাচ-গান যাই করুক তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয় আর সোশ্যাল মিডিয়াতে কেউ যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে তার তো আর কথাই নেই, রাতারাতি বিখ্যাত হয়ে যায় সে। ঠিক যেমন রানাঘাট স্টেশনে ভিক্ষা করা রানু মন্ডল একটা গানের কারনে এতটাই বিখ্যাত হয়েছিলেন যে গান গাওয়ার জন্য তাকে পাড়ি দিতে হয়েছিল বলিউডে, তেরি মেরি গান রেকর্ডিং হয়েছিল তার হিমেশ রেশমিয়ার সাথে। একইভাবে কিছুদিন আগে ভাইরাল হয়েছিলেন বাদাম কাকু ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গান গেয়ে এতটাই ভাইরাল হয়ে যান তিনি যে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু মন্ডল এর মত। মাঝেমধ্যে অনেক ছোট ছোট শিশুদের ভিডিও ভাইরাল হয়।
View this post on Instagram
ঠিক যেমন ছোটো শিশু ফুগলা। কিছুদিন আগে নিজের শিক্ষিকার সাথে ফুগলার ঝগড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় হুহু করে। তার কিউটনেস মানুষের মন জয় করে নেয়। রাতারাতি বিখ্যাত হয়ে সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে যায় সে। প্রচুর সংখ্যক মানুষ তার ভিডিও পছন্দ করেন এবং শেয়ার করেন। এইবার জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গোলগাল ফুগলাই এইবার SVF এর নতুন প্রোজেক্টে আসছে।
ইতিমধ্যেই এস বি এ প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি ট্রেইলার সামনে এসেছে এবং সেটি ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সুট বুট পরে তারকাসুলভ অ্যাটিটিউড নিয়ে হাজির হয়েছে ফুগলা। ৫-৬ মিনিটের এই ভিডিও দেখলে রীতিমতো তাক লেগে যায়। এই ওয়েব সিরিজ এর নাম রাখা হয়েছে,‘ ফাইভস্টার ফুগলা।’ ভিডিওতে দেখা যাচ্ছে, ফুগলা বলছে, আমি ফুগলা আমি আসছি এস ভি এফ স্টোরিজে।