ভাইরাল ভিডিও

আলিবাবা হয়ে সোনা নিতে গুহা তে ঢুকে আটকে পড়লেন সৌরভ গাঙ্গুলি! সেনকো গোল্ডের অ্যাডে দেখা গেল সৌরভকে, যেমন নামে মহারাজা অ্যাডেও ধরা দিলেন মহারাজা হয়েই

মহারাজা বলতে কলকাতায় আমরা কাকে বুঝি সেটা হয়তো আর আলাদা করে বলার প্রয়োজন নেই। আমাদের প্রিন্স অফ ক্যালকাটা নিজের খেলা থেকে অবসর নিলেও কাজ করে যাচ্ছেন চুটিয়ে। ক্রিকেটে ২২ গজ কাপানো থেকে লর্ডসের মাঠে টি শার্ট ঘোরানো সবেতেই আমরা একজনকে চিনি। তিনি হলেন কলকাতার “দ্যা প্রিন্স অফ ক্যালকাটা” সৌরভ গাঙ্গুলী। বাঙালির এই মিষ্টি ছেলের হাতের জাদুতে যেমন মুগ্ধ আট থেকে আশি সকলেই তেমনি বর্তমানের মহারাজার সমস্ত কাজেও একেবারে মুগ্ধ দর্শক।

সম্প্রতি সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড এর একটি অ্যাড সামনে এসেছে। যেখানে সিন দেখে মনে হবে আলী বাবা চল্লিশ চোরের আলিবাবা সেজেছেন তিনি। প্রায় একই রকম সাদা পায়জামা-পাঞ্জাবি আর ওপরে ব্রাউন রঙের হাফ জাকেট পরা মহারাজা। হাতে একাধিক সোনার আংটি। চোখে তাঁর সেই চশমা। আর দুই বস্তা ভরে গুহা থেকে সোনা কালেকশন করছেন তিনি। কিন্তু সে সমস্ত নিয়ে বেরোতে গেলেও বেরোতে পারলেন না। শেষ মেসেজ দিলেন সেনকো গোল্ড এন্ড জুয়েলার্স এর ডিজি গোল্ডের। যেখান থেকে সোনা কেনা বেচা এবং বন্ধক রাখা যাবে।

নিজের কর্মজীবনের পাশাপাশি এমনই বিভিন্ন ধরনের অ্যাডে কাজ করে থাকেন মহারাজা। ক্রিকেটের জীবনের সর্বোচ্চ চুলায় ওঠার পর করছেন অনেক কিছুই। জনপ্রিয় নন ফিকশন শো দাদাগিরির হোস্টিং থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন কোম্পানির হয়ে অ্যাড। পৌঁছে যাচ্ছেন মানুষের একদম কাছে। তাঁর অনুরাগীরা তাঁর এই প্রত্যেকটা কাজের বেশ প্রশংসা করেন সোশ্যাল মিডিয়া জুড়ে।

 

View this post on Instagram

 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

Related Articles

Back to top button