কোটি কোটি টাকার মালিক হয়েও নেই কোনো অহঙ্কার! গাড়ি থামিয়ে রাস্তাতেই সাধারণ মানুষের মতো ফুচকা খেলেন সুপারস্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রাবন্তীর নতুন পোস্ট করা ছবি দেখে এবার ট্রোলারাও শ্রাবন্তীর গুনগান শুরু করলেন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সব সময় বিতর্কের সাথে জড়িয়ে থাকে তার নাম। তার ব্যক্তিগত জীবন, দাম্পত্য সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি নিয়ে প্রায় নেটিজেনরা তাকে কটাক্ষ করেন। অভিনেত্রী কিন্তু এসব ট্রোলিংয়ে পাত্তা দেন না তিনি নিজের মত কাজ করতে পছন্দ করেন। তিনি মনে করেন ট্রোলাররা যে তাকে নিয়ে ট্রোল করে তাতে তিনি পরোক্ষভাবে তাদের অর্থ উপার্জনের সাহায্য করেন এর সাথে সাথে তিনিও মনে করেন যে একদিন ট্রোলারদের এই মানসিকতার পরিবর্তন হবে ও তারা কুৎসিত ট্রোল করা ছেড়ে দেবে।
যদিও অভিনেত্রীর ইতিবাচক মানসিকতার প্রতিফলন বাস্তবে দেখা যায় না তিনি যে ছবি পোস্ট করুন না কেন ট্রোলাররা তাই নিয়ে ট্রোল করতে শুরু করেন। সম্প্রতি অভিনেত্রী দুইটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন। কোথাকার রাস্তায় দাঁড়িয়ে অভিনেত্রী ফুচকা খাচ্ছেন তা অভিনেত্রী উল্লেখ করেননি তবে অনুগামীদের বক্তব্য বেহালার কাছাকাছি কোন ফুচকা স্টলে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন তিনি। ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,‘ফুচকা লাভার’। ছবিতে দেখা যায় সাদা রঙের একটা টপ আর ব্ল্যাক কালারের একটা জিন্স পড়ে আছেন তিনি চুল তার খোলা। চোখে রয়েছে কালো রঙের একটা সানগ্লাস।
শ্রাবন্তীর এই ছবি দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন, এমনকি তার সমালোচক থেকে শুরু করে ট্রোলাররাও। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা নিরিখে প্রথম দিকে থাকা সত্ত্বেও নিজের গ্ল্যামার নিয়ে গাড়ির মধ্যে বসে না থেকে তিনি গাড়ি রাস্তায় পার্ক করে যেভাবে সাধারণ মানুষের মতো অবলীলায় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন তা দেখে সমালোচকরা পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছেন তারাও স্বীকার করছেন সত্যি শ্রাবন্তীর মত ডাউন টু দ্যা আর্থ সবাই হতে পারে না। তবে কি শ্রাবন্তীর ইতিবাচক মানসিকতা সত্যি সত্যি বাস্তবে রূপ পেতে চলেছে? সমস্ত ট্রোলারদের মানসিকতার পরিবর্তন হতে চলেছে? শ্রাবন্তীকে নিয়ে কুৎসিত ইঙ্গিত না করে তারাও বুঝতে পারবেন শ্রাবন্তী কত ভালো মনের একজন মানুষ? উত্তর বলবে সময়।
View this post on Instagram