পড়াশোনা নেই তাই সব টেনশন ভুলে শিক্ষিকার সাথে নাচ করছেন বিদ্যালয়ের পড়ুয়ারা! পাশ করানোর দাবিতে আবার রাস্তায় বসবে না তো? কটাক্ষ নেটদুনিয়ার!

বিগত কয়েক বছরে করোনা ভাইরাসের কারণে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার মান যতটা অবনতি হয়েছে হয়েছে তার সাথে আরো একটা বিষয় ক্ষতিগ্রস্ত হয়েছে তা হলো ছাত্র শিক্ষক সম্পর্ক। আগে ছাত্র-শিক্ষকের সম্পর্কের মধ্যে যে আন্তরিকতা থাকতো বর্তমানে তা আর নেই। বর্তমানে এই সম্পর্ক এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে একজন ছাত্র ফেল করেও রাস্তায় অন্যায় ভাবে পথ অবরোধ করে বলে আমাকে পাশ করাতে হবে! উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েও যে এইচ এস এর ফুল ফর্ম বলতে পারে না সেই আবার ইংরেজিতে পাশ করানোর দাবি করে! আসলে পথ দেখানোর মত সেই শিক্ষক আজ আর নেই তাই ছাত্রসমাজও দিকভ্রষ্ট হচ্ছে। ভুল করে ভুল স্বীকার করে জীবনে এগিয়ে যাওয়ার চাইতে ডেস্পারেট ভাবে জিতে যেতে চাইছে।
তবে এখনো কোথাও কোথাও ছাত্র শিক্ষকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টি রয়ে গেছে তার প্রমাণ পাওয়া গেল ভাইরাল ভিডিওতে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, সামার ক্যাম্পের শেষে স্কুলে শিক্ষিকা পড়ুয়াদের সাথে নাচ করছে। এই ভিডিওতে দেখা গেছে যে একটি শ্রেণিকক্ষের ভিতর সমস্ত স্টুডেন্ট স্কুল বেশে নৃত্য পরিবেশন করছে। দিল্লির সেই স্কুলের শিক্ষিকা মনু গুলাটি এই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন যেখানে সমস্ত শিক্ষার্থীরা সরলরেখায় দাঁড়িয়ে রয়েছে তারা নিজেদের মতো পারফর্ম করতে শুরু করে।
ভিডিওটি শেয়ার করার পরে শিক্ষিকা ক্যাপশনে লেখেন, “দিল্লি শেহের কা সারা মীনা বাজার লেকে”-ভিডিওটিতে তিনি আরও লেখেন যে, সামার ক্যাম্প শেষে এই নৃত্য প্রদর্শন করা হয়েছিলো। যদিও এই নাচটি পুরোপুরি নিখুঁত হয়নি। তবে এই নাচের মধ্যে তাদের মধ্যেকার আনন্দ এত সুন্দর ভাবে ফুটে উঠেছিলো যে, তিনি এই ভিডিওটি টুইটারে শেয়ার করেন। এই ভিডিওটি দেখে নেটিজেনরা তার অত্যন্ত প্রশংসা করেছেন এবং প্রত্যেকেই প্রায় এই বিষয়ে একমত যে বর্তমান দিনে তার মত শিক্ষিত হাতেগোনা হয়ে গিয়েছেন।
दिल्ली शहर का सारा मीना बाज़ार ले के।☺️
Our imperfect dance moves on the last day of summer camp…leading to some perfect moments of joy and togetherness.💕#SchoolLife #TeacherStudent pic.twitter.com/K50Zi1Qajf
— Manu Gulati (@ManuGulati11) June 16, 2022