বিয়ের সাজে একে অপরকে দেখে কান্নায় ভেঙে পড়লো বর কনে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা দেখে আমরা নিজেদের আবেগ ধরে রাখতে পারি না। সম্প্রতি সেরকমই একটি চোখে জল আনা ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যারা প্রেম করেন, তারা সকলেই আশা করে থাকে কবে তাদের সুন্দর সম্পর্ক পরিণতি পাবে। কবে বিয়ের মন্ডপে তাদের চার হাত এক হবে। আর যখন অবশেষে সেই সুন্দর মুহূর্ত আসে তাদের জীবনে তখন অনেকেই সেই আবেগ ধরে রাখতে পারেন না। কেঁদে ফেলেন একে অপরকে জড়িয়ে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে ঠিক এরকমই একটি দৃশ্য দেখা গেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে ‘ওয়েডিং_বেলস’ নামক এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করার পাশাপাশি নিচে ক্যাপশনে লেখা ছিল “এ এক আবেগঘন মুহূর্ত। তাদের ভালবাসা বিশুদ্ধ এবং শক্তিশালী!” বর কনে একে অপরকে বিয়ের সাজে দেখে আবেগ ধরে রাখতে না পেরে একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করে কেঁদে ফেলেন।
নববধূকে একটি হালকা সোনালি লেহেঙ্গায় এবং বরকে সাদা এবং সোনালি রঙের শেরওয়ানিতে দেখা যাচ্ছে। হবু স্ত্রী ছাদনাতলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বরের চোখ কান্নায় ভিজে যায়। আর এই ভিডিও পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।