ভাইরাল ভিডিও

‘আমাকে নিয়ে মিথ্যাচার হচ্ছে’! ‘Umbrella’ বানান ভুল বলার পর থেকে এখনো তাকে নিয়ে থামেনি ট্রল, এবার সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললো ওই উচ্চ মাধ্যমিকের ছাত্রী

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ, আন্দোলন। অধিকাংশ ছাত্রছাত্রীই বিশেষ কোনো একটি বিষয়ে ফেল করিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করে তারা এবং তাদের প্রত্যেকেরই দাবি তারা একেবারেই সে বিষয়ে ফেল করার যোগ্য নয়। তাদের অভিভাবকদেরও একই দাবি। আর সেই কারণেই রাস্তায় বিক্ষোভে নেমেছিল সেই ছাত্র-ছাত্রীরা। তা নিয়ে বেশ কয়েকদিন বিক্ষোভ চলেছিল। তার একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে থেকে নির্দিষ্ট একটি ভিডিও বিশেষ হয় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ এর পর নদীয়া জেলার সুদীপ্তা বিশ্বাস সহ তার কিছু সহপাঠী উত্তীর্ণ হতে পারে না এবং সেই জন্যই তারা বিক্ষোভ এ বসে রাস্তায়। তাদের প্রত্যেকেরই দাবি রাষ্ট্রবিজ্ঞান এর মত বিষয়ে তারা পাশ করে গিয়েছে কিন্তু ইংরেজি বিষয়ে তাদের প্রত্যেকের ফেল করে দেওয়া হয়েছে। এটাই তারা কিছুতেই মেনে নিতে পারেনি। তাদের প্রত্যেকেরই দাবি ছিল তাদের ইচ্ছে করে ফেল করানো হয়েছে। তাই পাস করানোর দাবিতেই আন্দোলন বিক্ষোভ করেছিল তারা প্রত্যেকে।

আর এরই মধ্য থেকে ভাইরাল হওয়া ওই umbrella ভিডিওটি। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছিল সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হওয়া ওই umbrella ভিডিওটিতেই যে ছাত্রীকে আমরা দেখেছি তার নাম সুদীপ্তা বিশ্বাস। বিক্ষোভের সময় বেশ কিছু নিউজ চ্যানেল সেখানে উপস্থিত ছিল। তারই মধ্যে থেকে এক সাংবাদিক সুদীপ্তাকে আমব্রেলা বানান জিজ্ঞাসা করে এবং অনেক কষ্টে সুদীপ্তা বানান বলে কিন্তু সেটাও ভুল আর তারপর থেকেই তাকে নিয়ে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল। তবে ট্রোলের পরিমাণ মাত্রাধিক হওয়ার পরে এবারে মুখ খুলেছে সুদীপ্তা।

সুদীপ্তা বলে বানান ভুল বলার পর থেকেই তাকে নিয়ে একাধিক সমালোচনা হচ্ছে যা এখনও থামেনি। সোশ্যাল মিডিয়ায় তার নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। এমনকি তার নামে মিথ্যে কথা ছড়ানো হচ্ছে। তার বাবা-মা কেউ নানানভাবে অপমানিত করছে লোকজন। তার পুরনো ভিডিও টেনে এনে বর্তমানে তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। আর এতেই খেপে লাল হয় সে। এমনকি তার এক ইউটিউবার ভাইকে তার বয়ফ্রেন্ড বানিয়ে মিথ্যে ট্রোল করা হচ্ছে। আর এতেই বেজায় খেপে গিয়েছে সুদীপ্তা। এরপর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ভিডিও বানান।

Related Articles

Back to top button