ভাইরাল ভিডিও

গর্ত তৈরী করে চোর ঢুকেছিল মন্দিরে চুরি করতে, নিজের তৈরি গর্তেই শেষে আটকে পড়তে হলো! ভাইরাল হলো ভিডিও

কথায় বলে,”যেমন কর্ম, তেমন ফল”, হাতেনাতে তেমনই ফল ভুগতে হলো চোরকে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার অন্তর্গত একটি মন্দির ঘটনার ঘটনাস্থল। ওই এলাকার একটি মন্দিরে চুরির উদ্যেশ্যে ঢুকেছিল একজন চোর। তবে এই চোর যে সে চোর নয় তার কান্ড কারখানা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন।

আরও পড়ুন: বিদেশের মাটিতে থেকেও ‘দেশী গার্ল’ এর ইন্ডিয়ার প্রতি টান এতটুকুও কমেনি, শেষমেশ ‘Made In India’ ম্যানহোলের সামনে বসে পোজ দিয়ে ছবি পোষ্ট!

যেভাবে সিঁধ কেটে চোর ঘরে ঢোকে এই চোর মন্দিরের দেওয়ালে গর্ত করে চুরি করতে ঘটেছিল। কিন্তু মজার ব্যাপার তো তারপরে ঘটেছে যে ভিডিও এখন ভাইরাল হয়েছে। নিজের তৈরি গর্তেই চোর আটকে যায়। নিজে যে গর্ত চুরি করার জন্য তৈরি করেছিল সেই গর্তই তার কাল হলো শেষে। নিজের তৈরি গর্তেই নিজে আটকা পড়লেন।

অপরাধীর নামও ইতিমধ্যেই জানা গিয়েছে। পাপা রাও নামের ওই চোর প্রতিনিয়ত মদ্যপানে আসক্ত থাকেন বলে জানা গিয়েছে। স্থানীয় ইয়েল্লম্মার মন্দিরে ওই চোর সোনা রূপার অলংকার চুরি করার উদ্যেশ্যে প্রবেশ করেছিল। একটি ছোট জানালাও ভেঙে দিয়েছে বলে জানা গিয়েছে মন্দিরে ঢুকতে গিয়ে। ঢোকার পরে মন্দির থেকে প্রায় ২০ গ্রাম রুপোর অলংকার চুরি করে সে তারপর যে পথ দিয়ে চুরি করতে ঢুকেছিল সে পথ দিয়েই আবার বেরোনোর চেষ্টা করে তারপরেই বেকায়দায় পড়ে যায় ওই চোর। বেরোনোর সময় ছোট রাস্তায় আটকা পড়ে যায় সে।

আরও পড়ুন: সুচিত্রা তখন সুপ্রিয়ার ‘রমাদি’ আর ‘তুমি’’ – জন্মদিনের আলোকে সুচিত্রা স্মরণ

রীতিমতো আটকে গিয়ে আর কোনো উপায় না খুঁজে পেয়ে সাহায্যের জন্য কাতর আর্তনাদ শুরু করে ওই চোর। তার চিৎকারের শব্দ শুনে ওই স্থানে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। গিয়ে দেখে এমন অদ্ভুত কাণ্ড! জানালার সরু রাস্তা দিয়ে বেরিয়ে আসতে না পেরে জানলা দিয়ে ঝুলছে সেই চোর। শেষে চোরকে ওই জায়গা থেকে বের করে আনতে স্থানীয়রা এগিয়ে আসে। তাদের চেষ্টায় ওই জানালা থেকে নামানো হয় তাকে। তারপর অবশ্য ছেড়ে দেওয়া হয়নি, সাথে সাথে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই চোরকে।

পুলিশের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, পাপা রাও। তীব্র মদের নেশায় আসক্ত থাকায় নেশা মেটাতে এইভাবে সে চুরি করে বেড়াতো। বাড়ি থেকে এলপিজি সিলিন্ডার চুরি করে বিক্রি করে দিয়েছিল সে মদের খরচ যোগাতে। ইতিমধ্যেই তার নামে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সমস্ত মন্দিরের অলংকার উদ্ধার করেছে তার কাছ থেকে। মন্দিরের জানালায় নিজের তৈরি করা গর্ততে আটকে গিয়ে সাহায্য চাইতে থাকে। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Back to top button