ভাইরাল ভিডিও

এবারে বিয়ের পিঁড়িতে বসলেন রানু মন্ডল, এক হাঁটুর বয়সী যুবকের সঙ্গে রোমান্টিক পোজে ধরা দিলেন তিনি

আবারো সোশ্যাল মিডিয়া ভাইরাল রানু মন্ডল। দুবছর আগে এই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই রানাঘাট স্টেশনে বসে গান গিয়ে ভিক্ষা করছিলেন। সেই সময়ে কোন এক ব্যক্তি ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করেন। ব্যাস তারপর এই রাতারাতির ভাইরাল হয়ে পড়েন রানু মন্ডল। তার ওই ভিডিও পৌঁছে যায় হিমেশ রেশমির কাছে। এরপরে বলিউডের হিমেশ রেশমির সঙ্গে কাজ করেছেন রানু মন্ডল। কিন্তু তারপরেই মানসিক সমস্যা এবং অতিরিক্ত দম্ভের কারণে তিনি ধীরে ধীরে নিভে যেতে শুরু করেন। এখন রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে হাসির পাত্রী হয়ে উঠে উঠেছেন।

বর্তমানে বেশ কিছু ইউটিউবার নিজেদের ইউটিউব চ্যানেলের রিচ এবং জনপ্রিয়তা বাড়ানোর কারণে রাণু মন্ডলকে শুধুমাত্র হাসির খোরাক হিসেবে ব্যবহার করছেন। তাকে নিয়ে নানান ধরনের মজার ভিডিও বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করে নিজেদের চ্যানেলের ভিউয়ার্স বাড়াচ্ছেন। সম্প্রতি রানু মন্ডলকে দেখা গেল কনে বউয়ের সাজে এক যুবকের সাথে। ‘Adi Creation’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে রানুর এই ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওটি তে রানু মন্ডল কে কনের সাজে দেখা গিয়েছে। মেকআপ করে নতুন বউ রূপে ধরা দিয়েছে রানু মন্ডল। আর ভিডিওর মাঝে গান করছেন ‘তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে’ গানটি। ভিডিওতে রানু মন্ডলের সঙ্গে বেশ কিছু ফটোশুট করেছে ওই যুবক। রোমান্টিক পোজে দুজনকে দেখা গিয়েছে। বর্তমানে রানু মন্ডল রানাঘাটের এ কোন এক পুরনো বাড়িতে থাকেন। দুবেলা ঠিকমতো খাওয়াও জোটে না তার। আর মানসিকভাবে তিনি অসুস্থ আর তারই অসুস্থতার সুযোগই নিচ্ছে কিছু ইউটিউব চ্যানেল।

Related Articles

Back to top button