এবারে মুখোমুখি হলেন বাংলার দুই জনপ্রিয় ভাইরাল গায়ক ভূবন বাদ্যকর এবং মিলন কুমার, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর এবং মিলন কুমার। একসময় দুজনেই গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে পড়েছিলেন বাংলার মানুষের কাছে। সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়েছিলেন দুইজন। এবারে সেই দুই জনপ্রিয় গায়ক মুখোমুখি। আর এই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে। দুজন ভাইরাল গায়ক যখন মুখোমুখি হন তখন সত্যিই একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়।
দুজনেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে পড়েছিলেন। অসংখ্য মানুষের কাছে পৌঁছে গিয়েছিল দুজনের গান। দুজনের গান কেই দর্শকরা দুজনকে অনেক ভালোবাসা দিয়েছিলেন। একজন হলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা, আরেকজন হলেন পূর্ব বর্ধমানের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা।
জনপ্রিয়তা পাওয়ার আগে ভুবন বাদ্যকর নিজের আশেপাশের গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম ফেরি করতেন এবং বাদাম ফেরি করার সময় তিনি নিজের গাওয়া গান গাইতে। সেরকমই একদিন গান গাইতে গাইতে সোশ্যাল মিডিয়া কেউ তার ভিডিও বানিয়ে পোস্ট করে এবং সেখান থেকেই মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েন তিনি। ভারতের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে তার গান। এখন অসংখ্য ভক্ত রয়েছে ভুবনবাবুর। তার গানের ভক্ত অনেকেই। দূর দূরান্ত থেকে তার সঙ্গে দেখা করতে আসেন বহু মানুষ।
অন্যদিকে মিলন কুমার লোকাল ট্রেনে ঘুরে ঘুরে গান গেয়ে শোনাতেন যাত্রীদের। সেখান থেকে তার রোজগার হতো। আর সেরকমই একদিন লোকাল ট্রেনে গান গাইতে গাইতে হঠাৎই তার ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া। জনপ্রিয়তা পান তিনি। এরপরে মিলন কুমারের গান অসংখ্য মানুষের মন ছুঁয়ে যায়।
এরপরে দুজনেই অসংখ্য ইউটিউবারদের হয়ে গানের রেকর্ড করেন। সম্প্রতি কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন মিলন কুমার নিজের নতুন গানের রেকর্ডিংয়ের জন্য। ওই দিনে ভুবন বাবুও সেখানে আসেন বেড়াতে। সেই সময় তাদের দুজনকে একসাথে ক্যামেরার সামনে নিয়ে আসে রিসান রেহান নামের এক ইউটিউবার। দুজনেই বেশ কিছু করে একসঙ্গে কথোপকথন করেন আর বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।