ভাইরাল ভিডিও

কোটি কোটি টাকার মালিক হয়েও দোকানে গিয়ে নয় সাধারণ মানুষের মতো বাড়িতে বানানো আলুর চপ খেলেন সুপারস্টার কোয়েল মল্লিক! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা

তার বাবা টলিউডের নামকরা জনপ্রিয় একজন অভিনেতা, এককালে একাধিক ছবিতে দাপটের সাথে নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি, পরবর্তীতে বয়স বাড়লে নায়কের পজিশন ছেড়ে বড় দাদার চরিত্রে অভিনয় করেছিলেন, তার ও পরে করেছেন বাবার চরিত্রে অভিনয়, কিন্তু সবেতেই তিনি দুর্ধর্ষ আর তার মেয়ে বাবার অভিনয় প্রতিভা রক্তের মধ্যে দিয়ে পেয়েছেন। তাই বাবার নাম ভাঙিয়ে নয়, নিজের প্রতিভায় টলিউডে প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন। টলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ঠিক ধরেছেন কথা হচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের।

আরও পড়ুন: খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন পরিনীতি চোপড়া! ক্যামেরাবন্দি হয়ে যাওয়া সেই মুহূর্ত হলো ভাইরাল!

টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের মধ্যে তিনি একজন, ছবি বাছাইয়ের ক্ষেত্রে তিনি বড্ড খুঁতখুঁতে, এখনো অবধি ভালো স্ক্রিপ্ট বেছে বেছে কাজ করেন তিনি, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে বড্ড সাদামাটা। বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকা হয়ে ও তার মধ্যে এতোটুকু গরম অহংকার নেই। আধুনিক ওয়েস্টার্ন পোশাক পরলেও নিজের সাজ পোশাকের মধ্যে একটা মাধুর্য তিনি সবসময় বজায় রাখেন, তাকে দেখে বোঝা যায় তিনি সত্যিই রঞ্জিত কন্যে।

বর্তমানে স্বামী ও ছেলেকে নিয়ে তার সুখের সংসার এর মধ্যেখানে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাজির হন তিনি। কখনো দেখা যায় বাবার সাথে দুষ্টুমি ভরা ভিডিও করছেন কখনো বা দেখা যায় নিজের জীবনের কোন স্টোরি শেয়ার করছেন। যেমন কিছুদিন আগেই দেখা গেছে রাস্তা থেকে তাকে লস্যি কিনে খেতে, সম্প্রতি আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোয়েল আলুর চপ আর মুড়ি খাচ্ছেন। হ্যাঁ কোয়েলের বাড়িতে যিনি গৃহ সহায়িকার কাজ করেন তিনি আলুর পুর বানিয়ে গরম গরম চপ বানিয়ে দিয়েছেন আর অভিনেত্রী খুব আনন্দের সঙ্গে সেই আলুর চপ মুড়ি খাচ্ছেন।

আরও পড়ুন: যশ সরে দাঁড়াতেই চীনেবাদাম ছবিতে এনার পাশে এন্ট্রি নিলো স্যান্ডি সাহা! ছবিকে হাউসফুল করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছেন এনা!

ভিডিওতে দেখা যাচ্ছে সামান্য আলুর চপ দেখে তার মুখে কি অমলিন হাসি, তিনি যে একজন প্রথম সারির নায়িকা সেই গরম অহংকার টুকু পর্যন্ত তার মধ্যে নেই। তার ভিডিও দেখলে মনে হয় তিনি যেন বাঙালির ঘরের মেয়ে আর তাইতো বারবার সহজ-সরল ব্যবহারের মধ্য দিয়ে লক্ষ লক্ষ অনুরাগীর মন জয় করে নেন তিনি। বর্তমানে তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর তার সরলতা তার সহজ সরল জীবনযাপন দেখে আবারও মুগ্ধ হয়ে গিয়েছেন তার ভক্তরা। সত্যি একজন সেলিব্রিটি মানুষ হয়েও তার মধ্যে বাঙালিয়ানা যেন একেবারে ভরপুর হয়ে আছে।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)

Related Articles

Back to top button