কোয়েলের পর তারকা সাংসদ দেবের সুরেলা গান! ভাইরাল গানের ভিডিও দেখে কাঁদবেন না হাসবেন ঠিক করুন আপনি!

নাচতে না জানলে মানুষ নাচবার চেষ্টা সবসময় করেন না কিন্তু গানের ক্ষেত্রে এই বিষয়টা একেবারেই লক্ষ্য করা যায় না। গান জানুক বা না জানুক গান গাওয়া টা যেন সকলের জন্যই আবশ্যিক হয়ে ওঠে, বিশেষত সেটা হয় সেলিব্রিটিদের ক্ষেত্রে। দর্শকদের অনুরোধে একবার একটি মঞ্চে ‘কলঙ্কিনী রাধা’ গান গেয়ে ট্রোলড হয়েছিলেন দিতিপ্রিয়া রায়। গানটি অসম্ভব রকমের বেসুরে হয়েছিল। একই রকমভাবে বেসুরে গান গাওয়ায় স্যান্ডি সাহা ট্রোল করেন কোয়েল মল্লিককে। দর্শকদের অনুরোধে ফাঁকা মঞ্চে বেসুরো পাগলু গান গেয়েছিলেন কোয়েল মল্লিক। তবে এইবার মঞ্চে খোলা গলায় গান গাইলেন টলিউডের অপর জনপ্রিয় অভিনেতা দেব।
দেব শুভশ্রী অভিনীত ‘পরান যায় জ্বলিয়া রে’ থেকে ‘আমি তোমারই থাকবো’ গানটি খোলা মঞ্চে গাইলেন অভিনেতা, আর তার গান শুনে শুরু হয়ে গেলো ট্রোলিং। এর আগে দেবের বাংলা উচ্চারণ ও তার অভিনয় নিয়ে এমনিতেই অনেক কথা শুনতে হয়েছে তাকে। একসময় সোশ্যাল মিডিয়ায় তার অভিনয় করা নিয়ে রীতিমতন ট্রোলিং করতেন মানুষজন, দেব বাংলা উচ্চারণ করতে পারে না, ঠিকমত বাংলা বলতে পারে না বলে তাকে নিয়ে ভীষণভাবে তুলোধোনা করা হতো।
পরবর্তীতে দেব কমিক ছবি থেকে সিরিয়াস ছবিতেও অভিনয় করতে শুরু করেন দক্ষতার সাথে। তার অভিনীত গোলন্দাজ, টনিক, কিশমিশ মুগ্ধ করে দিচ্ছে বর্তমানের প্রজন্মকে। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে যে কয়জন অভিনেতা টিকে রয়েছেন তাদের মধ্যে নিঃসন্দেহে দেব একজন। ‘আই লাভ ইউ’ ছবি দিয়ে শুরু করা অভিনেতাই অ্যামাজন অভিযান এর মত ছবি করে নিজেকে প্রমাণ করেছেন,তাই এখন ট্রোলিং এর পরিমাণ কিছুটা কমেওছে। তবে সেই ট্রোলিং আবার নতুন করে শুরু হলো দেবের গান গাওয়ার এই ভিডিওটি নিয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ভিডিওটি দেখে ভালো মতই বোঝা যাচ্ছে যে এই অনেক আগেকার একটি ভিডিও তবে তাতেও ট্রোলিংয়ের মাত্রা তাতে থামে নি বরং বেড়েছে। যদিও দর্শক অনুরোধ এই সমস্ত মঞ্চে ও বিভিন্ন রকমের ইনভেন্টে মাত করবার জন্য অভিনেতাদের দিয়ে গান বানানো হয় তবে গানপাগল নেটিজেনরা এইসব সেলিব্রেটিদের গান শুনে রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন। সঙ্গীতপ্রেমী নেটিজেনরা বলেন, গান সকলকে গাইতেই হবে এমন কোন মানে নেই, তবে এইভাবে বেসুরো ভাবে গান গেয়ে গানের বারোটা বাজানোর কোন মানেই হয় না। দেবের গান কেমন তা আপনি নিজেই শুনে নিয়ে ঠিক করুন হাসবেন না কাঁদবেন!