‘আমার তো দেখেই গা চুলকাচ্ছে কি করে পরে আছে কে জানে!’ বস্তার পোশাকে উর্ফি জাভেদকে দেখে কমেন্ট করলেন একজন অনুরাগী

কোন বড় নামী অভিনেত্রী না হয়েও তিনি বড় তারকা সুলভ চর্চিত হয়ে থাকেন। কারণ তার পোশাক। হ্যাঁ তিনি অভিনেত্রী উর্ফি জাভেদ। যিনি কাজের থেকে তার পোশাকের জন্য বেশি বিখ্যাত হয়েছেন। এমন অদ্ভূত সমস্ত খোলামেলা পোশাক তিনি পড়েন যা দেখে সকলে চমকে যান আর তিনিও চলে আসেন খবরের শিরোনামে। সম্প্রতি এরকমই হয়ছে, তিনি এমনই একটি পোশাক পরেছেন যা সকলের কল্পনারও অতীত।
সম্প্রতি একটি ছেঁড়া পোশাক পরে সকলের সামনে আবির্ভূত হয়েছেন তিনি। এইবারও তার পোশাকের জন্য তিনি নেটাগরিকদের ট্রোলিংয়ের শিকার হয়েছেন। তবে এই বার পোশাকের জন্য যত না বেশি ট্রোলড হয়েছেন তার থেকেও বেশি ট্রোল করা হয়েছে তার পোশাকের উপাদানের জন্য। কারণ তার পোশাকটি বস্তার পোশাক। হ্যাঁ খুব অদ্ভুত লাগলেও এটাই সত্যি এইবার বস্তা কেটে পোশাক বানিয়ে পরেছেন অভিনেত্রী।
বস্তা কেটে বানানো জামা এবং সেটিকে পরা- এই কথা শুনলে অনেকেই হয়তো হাসবেন, কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। বস্তা কেটে জামা বানিয়ে সেটি পরে বাস্তবে ট্রোলড হলেন অভিনেত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই হুহু করে শেয়ার করা হয়েছে ভিডিওটি, অসংখ্য মানুষ ভিডিওটি লাইক করেছেন। এরকম অদ্ভুত জিনিস মানুষ আগে কখনো দেখেননি তাই বেশিরভাগ মানুষই অভিনেত্রীর বুদ্ধিকে তারিফ করেছেন। অনেকে আবার ট্রোলিং ও করেছেন।
আরও পড়ুন: যশ অভিনয় পারেনা! দর্শক টানতেও পারে না! বিস্ফোরক মন্তব্য প্রযোজক রানা সরকারের
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, প্রথমে ছোট ওয়েস্টার্ন পোশাক পরে থাকলেও অভিনেত্রীকে ছুঁড়ে দেওয়া হয় একটি বস্তা। এরপর সেই বস্তা দিয়েই তৈরি হয় একটি ড্রেস। ওয়েস্টার্ন পোশাকের মতো তৈরি সেই ড্রেস পরে ফেলেন অভিনেত্রী। তারপর হট লুকে পোজ দিতে থাকেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,‘বস্তা নাকি ড্রেস? বস্তা দিয়ে ১০ মিনিটেই তৈরি হয়ে গেলো ড্রেস।’বলাই বাহুল্য এই ভিডিওতে ২ লাখ লাইক পরেছে। অনেক অদ্ভুত কমেন্টও পরেছে এই ভিডিওতে। একজন যেমন লিখেছেন, আমার তো দেখেই গা চুলকাচ্ছে কি করে পরে আছে কে জানে!
View this post on Instagram