ভাইরাল ভিডিও

সকলের সব অভিযোগ মিটিয়ে গণেশ চতুর্থীর আগেই সাংস্কৃতিক রূপে ধরা দিলেন উরফি জাভেদ, গোলাপী সালোয়ারে গণেশ বন্দনায় মেতে উঠলেন অভিনেত্রী

উরফি জাভেদ, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই নামটি সঙ্গে বেশ পরিচিত। প্রতিদিনই প্রায় খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। তার অদ্ভুত পোশাক, উদ্ভট ড্রেসিং সেন্স দেখে সত্যি অবাক হয়ে যান নেট দুনিয়ার মানুষেরা। তাই প্রায় দিনই খবরের শিরোনামে দেখা যায় উরফির নাম। তার এই সমস্ত পোশাকের কারণে তিনি প্রতিদিনই ট্রোল হয়ে থাকেন, সমালোচনার শিকার হয়ে থাকেন। তাকে নিয়ে নানান রকম কটাক্ষ শোনা যায়। কিন্তু তাতেও যেন কোন কিছুই এসে যায় না তার। নিত্য নতুন পোশাকে রোজ দিনে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের সারপ্রাইজ দেন অভিনেত্রী। কখনো বস্তা দিয়ে জামা বানিয়ে কখনো কটন ক্যান্ডি দিয়ে পোশাক বানিয়ে আবার কখনো খাবারের ফয়েল দিয়ে পোশাক পড়ে লোক সমাজের সামনে চলে আসেন উরফি।

তবে এবারে একেবারে সংস্কারী নারী সেজে সকলকে চমকে দিলেন তিনি। আগামীকাল গণেশ চতুর্থী। গোটা মহারাষ্ট্র জুড়ে গণেশ পূজা ধুমধাম আয়োজনে পালিত হয়। সেখানে গণপতি বাপ্পা নামে পূজিত হন তিনি। আর গণেশ পূজার আগেই গোলাপি সালোয়ার পড়ে গণেশ বন্দনায় মেতে উঠলেন উরফি। সকলের সব অভিযোগ মিটিয়ে দিয়ে এবারে একেবারে সাংস্কৃতিক পোশাকে সেজে উঠলেন অভিনেত্রী। শঙ্কর মহাদেবনের গাওয়া ‘শ্রী গণেশায়া ধীমহি’র সঙ্গে গলা মিলিয়েছেন উরফি। ক‍্যাপশনে লিখেছেন, ‘গণপতি বাপ্পা মোরেয়া!! না, আমি ইন্ডিয়ান আইডলের জন‍্য অডিশন দিচ্ছি না, কারোর যদি বিচারক হতে হয় তাহলে আদালতে চলে যান! আমি জানি আমি গাইতে পারি না!’

কিছুদিন আগেই শুধুমাত্র খাবারের ফয়েল মুড়ে পোশাক পড়ে সামনে এসেছিলেন উরফি। যা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। অনেকেই তাকে কটাক্ষ করেছেন। তাতে উরফির কিছুই যায় আসে না। দিন দিন যেন আরো বেশি করে বোল্ড হয়ে উঠছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

Related Articles

Back to top button