রুপোর ফয়েল দিয়ে নিজের বক্ষ যুগল ঢেকে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করলেন উরফি জাভেদ, বলিউডের অন্যতম ফ্যাশন আইকন উরফি জানালেন রনবীর সিং

বর্তমানে হামেশাই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী উরফি জাভেদ। বিগ বস এবং অভিনয় জগত থেকে তিনি যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার থেকেও বেশি বর্তমানে নিজের নানান রকমের পোশাক পরে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। খোদ রণবীর সিং কফি উইথ করণ শোতে এসে বলেছিলেন উরফি জাভেদ হলো বলিউডের ফ্যাশন আইকন। আর এত বড় একজন অভিনেতা যখন বলেছেন উরফি ফ্যাশন আইকন তখন নিশ্চয়ই তার মধ্যে ফ্যাশন সেন্স টুকু আছে। বর্তমানে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকেন উরফি। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই উরফির খবর। তার একেক দিনে একেক রকমের পোশাক সকলকেই আকৃষ্ট করে।
ব্লেড, কটন ক্যান্ডি, বস্তা, খবরের কাগজ কি না দিয়ে উরফি পোশাক বানিয়ে পড়েছেন। একবার তো বিনা পোশাকে শুধুমাত্র নিজের লম্বা চুল দিয়ে স্তনযুগল ঢেকে সামনে চলে এসেছিলেন অভিনেত্রী। আর উরফি নিজের এই সমস্ত পোশাকের কারণে প্রতিদিনই ট্রোল সমালোচনা মুখোমুখি হয়ে থাকেন। কিন্তু অভিনেত্রীর তাতে কিছুই যেন যায় আসে না। তবে উরফি এবারে যা দিয়ে নিজের পোশাক বানালেন তা শুনে আপনারা প্রত্যেকেই অবাক হবেন। রুপোর ফয়েল নিশ্চয়ই আমরা কম বেশি সকলেই ব্যবহার করি। সেই ফয়েল দিয়ে এবার নিজের বক্ষ যুগল ঢেকে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে আবারো ভাইরাল হলেন উরফি জাভেদ।
উরফি নিজের ইনস্টাগ্রাম থেকেই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানেই থাকে ফয়েলে মোড়া পোশাক পড়ে দেখা গিয়েছে। আর উরফির এই ছবি পোস্ট করা মাত্রই দেড় লক্ষ মানুষ তার ছবি পছন্দ করেছেন এবং অসংখ্য মানুষ কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন। প্রশংসার পাশাপাশি জুটেছে একাধিক কটাক্ষ। উরফির এই অভিনব কায়দায় পোশাক পরার পদ্ধতি অনেকেই পছন্দ করেছেন অনেকেই তার এই পোশাকের প্রশংসায় পঞ্চমুখ।
কিছুদিন আগেই উরফি নিজের পোশাকের কারণে এক যুবকের থেকে ধর্ষণ এবং খুনের হুমকি পেয়েছেন। যার জন্য ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে বলিউডের সমস্ত ফ্যাশন আইকন কেই ছাপিয়ে গিয়েছেন উরফি। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছেন। তার ফ্যাশন সেন্স নিয়ে সত্যি এখন সবর গোটা সোশ্যাল মিডিয়া।
View this post on Instagram