বলিউডের সুপার হিট গান ‘আকেলা হে, মিস্টার খিলাড়ি’- তে নাইটি পড়ে বিদেশের রাস্তায় উদাম নাচ স্যান্ডি সাহার, হেসে গড়াগড়ি খাচ্ছে নেটপাড়া

স্যান্ডি সাহা, ইউটিউব জগতে বেশ জনপ্রিয় মুখ তার। একজন ইউটিউবার তথা এক ইনফ্লুয়েঞ্জার হিসেবে বেশ জনপ্রিয় তিনি। তার কথার বিভিন্ন ভঙ্গিমার জন্য কখনো তার ভিডিও হয় ভাইরাল। কখনো তার সাজের জন্য লেটপাড়া করেন তিনি তোলপাড়। আবার কখনো তার উদ্ভট কথাবার্তার মাধ্যমে মন জয় করেন দর্শকের। তেমনি আরো এক অদ্ভুত ঘটনা ঘটলেন বিদেশের মাটিতে।
হঠাৎই তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেল এক হাস্যকর ঘটনা। তাকে দেখা গেল বলিউডের সুপার হিট গান “আকেলা হে মিস্টার” – তে নাচতে। তাও আবার নাইটি পড়ে বিদেশের রাস্তায়। পরনে ছিলেন একটি লাল রঙের নাইটি এবং পায়ে জুতো। এই ভিডিও শেয়ার করে ইউটিউবে ক্যাপশনে লেখেন, “যখন নাইটি পরে বিদেশে যাওয়া হয়”। এই ভিডিও পোস্ট হবা মাত্রই সতেরো হাজারেরও বেশি মানুষ রিয়েক্ট করেছেন ভিডিওতে।
ভিডিও পোস্টার মাত্রই রিয়াকশন এর সাথে ভরে গিয়েছে কমেন্ট সেকশনও। একজন লিখেছেন, “কি সাংঘাতিক”। আরো একজন নেটিজেন লিখেছেন, “ইউ আর রক”। আবার কেউ ভরিয়ে দিয়েছেন হাসির ইমজিতে। যদিও তাতে কিছু যায় আসে না ইউটিউবারের। তিনি এই নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে থাকেন সংবাদের শিরোনামে। এই ভিডিও খুবই কম সময়ের মধ্যে ছড়িয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
View this post on Instagram