ভাইরাল হতেই লাটে উঠল ব্যবসা, ইউটিউবারদের অত্যাচারে অসুস্থ ‘মাখা কাকু’ শান্তি খুঁজছেন, সোশ্যাল মিডিয়ায় মাখা কাকু আজ কটাক্ষের শিকার

কাচা বাঁশ থেকে শুরু করে কাঁচা ঘাস কিংবা কোন তরলপদার্থ হোক সবকিছুই তিনি মেখে সুস্বাদু এবং লোভনীয় খাবার করে তুলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু মাখা খাবার তৈরি করে রাতারাতি ভাইরাল হয়েছেন এই কাকু। বর্তমানে তিনি সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ‘মাখা কাকু’ নামে পরিচিত। রাতারাতি তার জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু বর্তমানে এই জনপ্রিয়তাই হয়ে উঠেছে তার কাল। বর্তমানে এই জনপ্রিয়তা থেকে রেহাই পেতে চাইছেন কাকু।
ভাইরাল এ কাকুর ভালো নাম রবিন ঘোষ। হাবরার বানীপুর এর বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে বানীপুর হাইস্কুলের সামনে তার এই ব্যবসা চলছে। পটল, ঝিঙে, লাউ, কুমড়ো থেকে শুরু করে আরো নানান ধরনের সবজির বিভিন্ন মসলার সঙ্গে মেখে সুস্বাদু এবং লোভনীয় করে তোলে এই কাকু। দীর্ঘদিন ধরে স্কুলের বাইরে তার ব্যবসা চলছে। স্কুলের বাইরে টিফিন বেলায় তিনি এই সমস্ত খাবার বিক্রি করে রোজগার করেন। কিন্তু একসময় এক ফুড ব্লগারে চোখে পড়ে যায়। তার পরই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়েন।
অনেক সময় এই youtube- দেরই শিকার হয়ে ওঠেন। অনেকেই তাদের পেজের ভিউয়ার্স বানানোর জন্য নানান রকম ভাবে ভিডিও থাকেন। তার কাছে আবদার করেন কেউ কাঁচা বাঁশ কেউ বা কাঁচা ঘাস মেখে দেওয়ার দাবি করতে থাকে। জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি মানুষকে এইসব বানিয়ে দেন। আর সেটাই হয় তার বিপদের কারণ। বর্তমানে তাকে নিয়ে নানান ধরনের সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় তিনি খাবারের নামে কি সব বানাচ্ছেন তাই নিয়ে হচ্ছে কটাক্ষ।
আরও পড়ুন: ‘সারেগামাপার মঞ্চে গুরু নিজেই বেসুরো!’ জোজো বিচ্ছিরি গান গায়, ক্ষোভ প্রকাশ করলেন নেটিজেনদের একাংশ!
আর এইসব এর পর বর্তমানে রবিন ঘোষ আজ অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। সে ব্যবসা লাটে উঠেছে তার। তার ইউটিউবারদের কাছে একটাই অনুরোধ তিনি এর জনপ্রিয়তা চান না। ইউটিউবাররা তাকে একটু শান্তি দিক তার এই ভাইরাল হওয়া থেকে তাকে মুক্ত করুক।