“বাংলা মিডিয়ামে পড়া কোনো ছেলেমেয়ে কি সত্যিই আজকাল কর্পোরেটে চাকরি পায়?” টেলিভিশনের এক বিতর্ক সভায় সরাসরি বাংলা মাধ্যমকে অপমান করে কটাক্ষের শিকার আরজে অয়ন্তিকা!

ভবানীপ্রসাদ মজুমদারের কবিতার লাইন তুলে বলতে গেলে বলতে হয়, ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা’। যে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন সেই বাংলা ভাষার ছেলে মেয়েরা নাকি কর্পোরেট হাউসে চাকরি করতে পারেনা! এমন মন্তব্য করে বসেছেন এমন একজন ব্যক্তি যাঁর সম্পর্কে নেটিজেনদের ধারণা এতদিন খুব উচ্চ থাকলেও এই মন্তব্যের পর তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। বিখ্যাত একজন বাঙালি যাঁকে গোটা সোশ্যাল মিডিয়া একডাকে আরজে অয়ন্তিকা নামে চেনে।
রেডিও মির্চি সানডে সাসপেন্সে ভুত, ডাইনি সব গলাতেই তিনি মাতিয়ে দিতে পারেন , তার সাথে সাথে লক্ষ্মীকান্ত ও মেয়ে দুনিকে নিয়ে তাঁর করা ভিডিও ফেসবুক এখন বেশ ভাইরাল। এতদূর পর্যন্ত তো সব ঠিকই ছিল কিন্তু হঠাৎ তিনি এমন বেফাঁস মন্তব্য কেনো করে বসলেন ? তাই নিয়েই শুরু হয়েছে জলঘোলা।
সংবাদের একটি প্রথম সারির চ্যানেল রিপাবলিক বাংলায় একটি বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল। যেখানে আরজে অয়ন্তিকা ছাড়াও আরও স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। বিতর্কের বিষয় স্থির করা ছিল, ‘বাংলা ভাষা আমাদের গর্ব নাকি কেবল চ্যাটের মাধ্যম?’ একজন বাঙালি হয়ে দাঁড়িয়ে এমন আবেগে জড়িত একটি বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি সংবাদমাধ্যমের ন্যায় একটি ওপেন ফোরামে মন্তব্য করে বসেন, “বাংলা মিডিয়ামে পড়া কোনো ছেলে মেয়ে কি সত্যিই আজকাল কর্পোরেটে চাকরি পায়? ” সেইসঙ্গে তিনি আরও বলেন, “বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা কি কোনো কর্পোরেট হাউসে ভালো চাকরি নিয়ে বাড়িতে যেতে পারবে?”
একজন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ হয়ে এমন মন্তব্যের কারণে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যেখানে একসময়, অতুলপ্রসাদ সেন বলেছিলেন, “মোদের গরব মোদের আশা , আ মরি বাংলা ভাষা। ” যে বাংলা ভাষা বাংলাদেশের সরকারি ভাষা সেই ভাষা সম্পর্কে এমন মন্তব্যে স্বাভাবিক ভাবেই সবাই রাগে ফুঁসে উঠবে। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে। যেখানে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেও বহু ছেলেমেয়ে দেশে বিদেশে বড়ো বড়ো কর্পোরেট হাউসে চাকরি করছেন তাঁরা রীতিমতো কমেন্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
ক্ষোভের কিছুটা সামাল দিতে অয়ন্তিকা জানিয়েছেন, সন্ধ্যে ৬ টার সময় তিনি লাইভে এসে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু কে শোনে কার কথা, যা ঘটে যাওয়ার তা তো হয়েছেই। এখন দেখার বিষয় নিজের বক্তব্য ঢাকতে কোনো সাফাই দেন নাকি ঠিক কিভাবে ব্যাখ্যা করেন সেটাই !