দুর্নীতির উপরে বসে আছেন, কীসের মন্ত্রী আপনারা? ছেলেপিলেরা বসে আছে, চাকরিতে নিজেদের লোক ঢোকাচ্ছে পার্টি – (অপা) অর্থাৎ অর্পিতা-পার্থ কাণ্ডে মুখ খুললেন ইউটিউবার রোদ্দুর রায়! অশ্রাব্য গালিতে জরাজীর্ণ করেছেন শাসক দলকে

ইউটিউবার রোদ্দুর রায়। এই নামটা সকলের কাছে খুবই পরিচিত। আমরা সকলেই তাকে চিনি জনপ্রিয় ইউটিউবার হিসেবে। ইউটিউবে আসার পর থেকে তিনি দিনের পর দিন বিভিন্ন ট্রেন্ডিং কনটেন্ট, রাজনৈতিক, সামাজিক, ঘটনাকে নিয়ে নিজের মন্তব্য ব্যক্ত করেছেন চ্যানেলের মাধ্যমে। এমন ঘটনা আগেও ঘটেছে এখনো ঘটছে। সম্প্রতি রাজ্য রাজনীতি বেশ উত্তাল হচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি দুর্নীতি কাণ্ডে। এবার ইউটিউবার রোদ্দুর রায় মুখ খুললেন অপা কাণ্ডে।
সম্প্রতি ইউটিউব এর রোদ্দুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ইউটিউবার অশ্রাব্য সব গালাগালিতে ভরিয়ে দিয়েছেন ভিডিওটিতে। বিষয় অপা কাণ্ড। ইউটিউবার বলেন, “দুর্নীতির উপরে বসে আছেন, কীসের মন্ত্রী আপনারা? ছেলেপিলেরা বসে আছে, চাকরিতে নিজেদের লোক ঢোকাচ্ছে পার্টি। পার্টি ঠিক করবে কারা থাকবে না থাকবে। গোটা সিস্টেমটাই বসে রয়েছে পার্টির উপরে”।
প্রসঙ্গত মাসখানেক আগে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে একটি ভিডিও বানান যেখানে তিনি আশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন দুজনকেই। তখনই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। একাধিক মামলা দায়ের করা হয় ইউটিউবে এর বিরুদ্ধে। তবে আবার বেশ কিছুদিন জেলবন্দি জীবন কাটিয়ে সম্মিমায় ফিরেছেন ইউটিউবে রোদ্দুর রায়।