স্টার কিড তো কি? সাধারণ বাচ্চা দের মতো না, নিজের ঘর নিজেই গোছায় ছোট্ট ইউভান! ভিডিও পোস্ট করে সমাজকে সুন্দর বার্তা দিলেন রাজ-শুভশ্রী পুত্র!

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর একরত্তি ছেলে জন্মের সময় থেকেই বিখ্যাত, সে কখন কী করছে কখন কী করছে না সবটাই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে! স্টার কিড সে তাই নেটিজেনদের কাছেও সে খুব আদরের। কিন্তু যেখানে অন্যান্য স্টার কিডরা ছোট থেকে ছোটখাটো ভিডিও নাচ গান করে মাতিয়ে রাখে সেখানে ইউভান বরাবরই আলাদা। কখনো সে বাইকে বসে পোজ দেয় তো কখনো আবার চার চাকার স্টিয়ারিং ঘোরায়, কখনো তাকে দেখা যায় শরীরচর্চা করতে, যে কারণে ছোট থেকেই বয়সের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স স্টার কিড হিসেবে পরিচিতি পেয়েছে ইউভান।
কিছুদিন আগেই দেখা গিয়েছিল যে স্নান যাত্রার উৎসবে সাষ্টাঙ্গে প্রণাম করছে ইউভান, একই সাথে দুই হাত তুলে জয় জগন্নাথ ধ্বনি ও দিয়েছে সে। ধুতি-পাঞ্জাবি পরে এই দিন একদম বাঙালির মত সেজে ছিলো সে, এখানেই শেষ নয় স্নানযাত্রার অনুষ্ঠানে সাধ্যমত অংশ নিয়েছিল ছোট্ট ইউভান। কখনো শাঁক তুলে তাতে ফুঁ দিয়েছে সে, তো কখনো আবার কীর্তনের তালে আপন মনে নাচ করেছে সে।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর নয়নের মনি ইউভানের আবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে ছোট থেকেই মা শুভশ্রী কত সুন্দর ভাবে তার সন্তানকে মানুষ করছেন, তিনি তার ছেলের মধ্যে ছোট থেকে একটি সু অভ্যাস গড়ে তুলে দিচ্ছেন, ছেলেকে ছোট থেকেই নিজের রুম নিজে ক্লিন করতে শেখাচ্ছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে যে শুভশ্রী এক এক করে ডাইরেকশন দিচ্ছেন কখনো তিনি বলছেন এলিফ্যান্ট কখনো তিনি বলছেন শিম্পাঞ্জি আর সেই গুলো শুনে শুনে একটার পর একটা দেখে দেখে মেঝে থেকে তুলে নির্দিষ্ট জায়গায় রাখছে ইউভান। ভিডিওতে দেখা যায় মেঝেতে ছিটানো সবকিছু এক এক করে সুন্দর করে তুলে রাখে ইউভান।
অগোছালো ঘর নিজের হাতে ক্লিন করে ফেলে ছোট্ট ইউভান আর শুভশ্রী পিছন থেকে গানের মতো করে মিষ্টি করে বলতে থাকে ‘ক্লিন আপ , ক্লিন আপ’। মায়ের নির্দেশে ছোট্ট ইউভানকে এই ভাবে কাজ করতে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। স্টার কিড মানেই যে সে চুপচাপ বসে খেলা করবে এমনটা নয় তাকে ছোট থেকেই শিখতে হবে শিক্ষা, সহবত- এমন বার্তাই যেন দিলেন শুভশ্রী, ছেলেকে দিয়ে ঘর পরিষ্কার করার মাধ্যমে। ভিডিওটি দেখে সবাই ইউভানকে এককথায় গুড বয়ের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।