পড়াশোনার পাশাপাশি গান-বাজনাতেও দারুন ট্যালেন্টেড রাজ-শুভশ্রীর পুত্র ইউভান চক্রবর্তী, দেখে নিন গিটার হাতে ইউভানের অসাধারণ ভিডিও

টলিউডের স্টার কিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো রাজ এবং শুভশ্রীর পুত্র ইউভান চক্রবর্তী। জন্মের সময় থেকেই তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। গর্ভকালীন অবস্থাতেই রাজ এবং শুভশ্রী দুজনেদের জন্য নানান রকম খবর মিডিয়ায় আপলোড করতে থাকতেন। এমনকি ইউভান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শুভশ্রী এবং রাজ চক্রবর্তী নিজেদের সোশ্যাল মিডিয়ার একাউন্ট থেকে ইউভানের বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করতে থাকতো। ধীরে ধীরে নেটিজেনের নয়নের মনি হয়ে উঠতে থাকল ইউভান। ইউভানের দুষ্টু মিষ্টি ভিডিও ছবি সবকিছুই দর্শকরা বেশ পছন্দ করতে শুরু করলেন। ইতিমধ্যেই অনেক ফ্যান পেজ তৈরি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে।
ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে ইউভান। এই বছরই দু বছরে পা রাখবে সে। দেখতে দেখতে চোখের নিমেষে কতটা বড় হয়ে গেল আমাদের ছোট্ট প্রিয় ইউভান। সম্প্রতি রাজ চক্রবর্তী নিজের instagram একাউন্ট থেকে ইউভানের এর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিও দেখে নেটিজেনরা সকলে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তবে ভিডিওটি তে কি দেখিয়ে ছিল আসুন জেনে নেওয়া যাক।
রাজ চক্রবর্তী শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে গিটার হাতে বসে রয়েছে ইউভান এবং সেটি নিজের আপন মনে বাজাতে শুরু করেছে। ক্যামেরার পেছন থেকে কেউ একজন ভিডিও করছিল সম্ভবত রাজ চক্রবর্তী ভিডিওর পেছনে ছিলেন। তবে তার মুখ দেখা যায়নি নিজের ছোট্ট হাতেই গিটার ধরে বাজাতে শুরু করে। ইতিমধ্যেই সেই ভিডিও ৩৬ হাজার মানুষ দেখে নিয়েছেন এবং বহু সংখ্যক মানুষ ভিডিওটি পছন্দ করে কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছেন।
View this post on Instagram